শিমুলিয়া ইউনিয়নের ২০১৮-১৯ অর্থবছরের ইজিপিপি প্রকল্পের কাজ সম্পন্ন

ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ ইং অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ২য় পর্যায়ের প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সরেজমিন প্রকল্পস্থানে গিয়ে বিষয়টি জানা যায়।

এর আগে, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট তথ্য অধিকার আইনে এসংক্রান্ত তথ্য চাওয়া হয় এবং প্রাপ্ত তথ্যের অনুসন্ধানে গেলে বিষয়টি সামনে আসে।

২০১৮-১৯ ইং অর্থবছরে শিমুলিয়া ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীতে মোট সাতটি (০৭) প্রকল্পে সরকারী বরাদ্দ হিসেবে ৪১,৬৮,০০০ টাকা আসে। প্রকল্পগুলি হলোঃ

(১) শিমুলিয়া এসপি হাইস্কুলের মাঠের উত্তর পাশ হতে কর্মকারপাড়া মন্দিরের মাঠ পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজটিতে সরকারী বরাদ্দ হিসেবে ২,০০,০০০ টাকা বরাদ্দ আসে। ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তারেক আহমেদ হিলারীর তত্বাবধানে এ প্রকল্পের কাজটি ২৫ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরি নিয়ে মোট ৪০ দিনে শেষ করে।

(২) বাইদগাঁও ইয়াফিসের বাড়ী হতে দক্ষিণ চকের নতুন ব্রীজ পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেনের তত্বাবধানে সম্পন্ন হয়। ১৩৫ জন শ্রমিক রোজ ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে কাজটি শেষ করে। এই প্রকল্পে সরকারী বরাদ্দ আসে ১০,৮০,০০০ টাকা।

(৩) তাঁতিপাড়া শ্যামার বাড়ীর উত্তর পাশ থেকে হরচন্দ্রের বাড়ী হয়ে তাঁতিপাড়া ব্রীজের পূর্ব পাশের গাড়া পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজে মোট ৪,১৬,০০০ টাকা সরকারী বরাদ্দ আসে। ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা খাতুন এর তত্বাবধানে এই প্রকল্প কাজটি ৫২ জন শ্রমিক রোজ ২০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে সম্পন্ন করে।

(৪) বাগবাড়ীর ওয়াশিমের বাড়ীর দক্ষিণ সীমানা হতে দক্ষিণে কাছৈর মৌজার শেষ সীমানা আজিজের জমি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজে সরকারী বরাদ্দ আসে মোট ৪,৮০,০০০ টাকা। ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোনা মিয়া সরকারের তত্বাবধানে কাজটি ৬০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে সম্পন্ন করে।

(৫) পাড়াগ্রাম সুভাষ কর্মকারের বাড়ীর দক্ষিণ পাশের পাকা রাস্তা হতে বাউনিয়া তিন রাস্তার মোড় পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ মোট ১০৫ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে শেষ করে। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্বাস আলীর তত্বাবধানে সমাপ্ত কাজটিতে মোট ৮,৪০,০০০ টাকা সরকারী বরাদ্দ আসে।

(৬) টেকপাড়া সদার গুদারাঘাট হতে লালারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়ক পর্যন্ত এবং পাকা সড়ক হতে সম্ভুনাথের জমি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজে মোট ৮,৩২,০০০ টাকা সরকারী বরাদ্দ আসে। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খলিলুর রহমানের তত্বাবধানে সমাপ্ত কাজটিতে মোট ১০৪ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরি নিয়ে ৪০ দিনে শেষ করে।

(৭) নাল্লাপোল্লা- ভাটিয়াকান্দি রাস্তার আলালের জমির পূর্ব পাশ হতে পশ্চিম পাশে ব্রীজ পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজে মোট ৩,২০,০০০ টাকা সরকারী বরাদ্দ আসে। ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাকের তত্বাবধানে সমাপ্ত কাজটি মোট ৪০ জন শ্রমিক রোজ ২০০ টাকা মজুরি নিয়ে ৪০ দিনে শেষ করে।

সরেজমিন উক্ত সাতটি প্রকল্পস্থানে নিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রকল্পের কাজে হতদরিদ্র শ্রমিক দিয়েই কাজ করা হয়েছে এবং সরকারী বিধি বহির্ভূতভাবে ভেকু (খননযন্ত্র) ব্যবহার করা হয়নি। এছাড়া সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রকৌশলীও প্রকল্পগুলি পরিদর্শণ করেছেন।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর