মাদক নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর: সাতক্ষীরা পুলিশ সুপার

সাতক্ষীরার জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান বলেছেন-মাদক-সন্ত্রাস নির্মূলে পুলিশ জিরো টলারেন্সে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।

কোন ব্যক্তি সীমান্তে বাইক চালিয়ে গেলে তাদের জিজ্ঞাবাদের জবাব না দিলে তাৎক্ষনিক ভাবে বাইক আটক করা হবে। আগামী দুই মাসের মধ্যে অবৈধ দুইশত মোটরসাইকেল আটক করতে হবে। মাদক ব্যবসায়ীরা আজ থেকে ভাল হয়ে যান। নইলে ক্ষমা নেই সকল ব্যবসায়ীকে আটক করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। বুধবার বেলা ৪ টার দিকে কলারোয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন।

কলারোয়া থানা চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে উদ্যোগি হতে তিঁনি সকল জনসাধারনের প্রতি আহবান জানান। “পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাউদ্দিন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক সংসদ বিএম নজরুল ইসলাম, কলারোয়া সরকারী কলেজের প্রক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, রবিউল হাসান, অধ্যাপক এমএক কালাম, আবুল খায়ের, মাস্টার দীপক শেঠ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ। কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন ও এ্যাড. শেখ কামাল রেজার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম.এ ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা ওয়ার্কাসপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা পরিষদ সদস্য অালহাজ্ব অামজাদ হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, পৌর সভা আওয়ামীলীগের সভাপিত অাজিজুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাংবাদিক তাজউদ্দিন আহম্মেদ রিপন প্রমুখ। এর আগে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কলারোয়া থানা মসজিদের খতিব আসাদুজ্জামান ফারুকী ও গীতা থেকে পাঠ করেন-কলারোয়া সনাতনধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের প্রতিষ্ঠাতা শ্রী অসীত ঘোষ। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান উপস্থিত লোকজনের কাছ থেকে তাদের খোলামেলা আলোচনা, অভিযোগ, পরামর্শ শুনেন এবং সমাধানে তাৎক্ষনিক নির্দেশনা প্রদান করেন।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর