ঝিনাইদহের জেলা প্রশাসককে গ্রামবাসী কর্তৃক অবরোধ!

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় বেশ কয়েক আহত হয়েছে। প্রতিপক্ষের মারধর ও হুমকিতে বাড়ি যেতে পারছেন না অনেকে।

এ সহিংসতা বন্ধের দাবিতে ও বাড়ি ফিরে যাওয়ার জন্য ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথকে অবরোধ করে গ্রামের বেশ কয়েকজন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের পৌরসভার গেট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগিরা অভিযোগ করেন, গেল উপজেলা নির্বাচনে হাটবাকুয়া গ্রামে একটি পক্ষ নৌকায় ভোট করে অপর পক্ষ সতন্ত্র প্রার্থীর নির্বাচন করে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ার পর হাটবাকুয়া গ্রামের যুবলীগ নেতা বিপ্লব অপর পক্ষের কয়েকজন মারধর করে। তিনি ও তার সমর্থকরা সতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি দিচ্ছেন।

এ থেকে রেহাই পেতে সতন্ত্র প্রার্থীর বেশ কয়েকজন শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র গাড়ি অবরোধ করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, যারা অভিযোগ দিয়েছিলেন তাদের বাড়িতে যেতে বলেছি। কোন প্রকার মারধর বা সমস্যা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর