ফেনীতে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বুধবার (২১ আগস্ট) সকালে শহরের কলেজ রোডস্থ ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকমের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম শহীদ উল্যাহ খোন্দকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল হাজারী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউল হক হাজারী, যুব মহিলা লীগের সভাপতি হাছিনা আক্তার নিঝুম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, ফেনী সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহম্মদ তপু।

এ সময় অন্যান্যের মাঝে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার, সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন বাহার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাহবুবুল হক লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা, জেলা ছাত্রলীগের সভাপতি এম, সালাহ উদ্দিন ফিরোজ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইফুল্লাহ।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর