কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন মুশফিক-রিয়াদের ব্যাটিং-বোলিং

খেলোয়াড়-স্টাফদের সঙ্গে পরিচিতি, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের পরিকল্পনা জানাতেই বাংলাদেশে কোচিংয়ের প্রথম দিন কাটিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মিরপুরে এসেই কন্ডিশনিং ক্যাম্পে থাকা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সেরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। কাছ থেকে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন নেটে মুশফিক-রিয়াদের ব্যাটিং-বোলিং।

কন্ডিশনিং ক্যাম্প চলায় টাইগাররা ব্যস্ত ফিটনেস নিয়ে। আজ তৃতীয় দিনের মতো টাইগারদের ক্যাম্প কেটেছে রানিং করে। আগামীকাল ফিটনেস ট্রেনিংয়ের পর শুরু হবে হাতে-কলমে শেখার পালা। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে কোচ ডমিঙ্গোর নয়া মিশন।

এর মধ্যেও আলাদা কথা বলেছেন কয়েকজনের সঙ্গে। তার মধ্যে একজন সৌম্য সরকার। কোচের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছিলেন প্রথম দিনেই। সৌম্য সরকার আমাদের সময়কে বলেন, ‘এমনিতে কথা হয়েছে, পরিচিত হয়েছি এটুকুই এর বেশি কিছু আজ কথা হয়নি।’

ডি ভিলিয়ার্স-স্টেইনদের কোচিং করানো এই কোচ চান ক্রিকেটারদের একদম শুরু থেকে দক্ষ করে তুলতে। যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসে ক্রিকেটাররা নিজেদের মানিয়ে নিতে পারেন। বিসিবিও মূলত রাসেলের এমন মানসিকতা দেখে তাকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে।

৪৪ বছর বয়সী এই কোচ বলেন, ‘বিভিন্ন পর্যায়ের ক্রিকেট যেমন, অনুর্ধ্ব ১৫, ১৯, ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কোন পদ্ধতিতে কাজ করতে হয় আমি জানি। আমি মনে করি এই পদ্ধতিতে নিয়ে আমি সচেতন। আমি মনে করি শুরু থেকেই কাজ করলে জাতীয় পর্যায়ে এসে ক্রিকেটাররা উপকৃত হবে।’

বিশ্বকাপে বাংলাদেশ অষ্টম হলেও ডমিঙ্গো মনে করেন বাংলাদেশ ভালোই খেলেছে। আর শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণে বাংলাদেশ খারাপ দল হয়ে যায়নি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে এই জন্য আমি মনে করি না তারা (বাংলাদেশ) খুব খারাপ দল, তারা বিশ্বকাপেও খুব ভালো খেলেছে। অনেক ম্যাচের খুব কাছে গিয়ে তারা হেরেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ভুলের কারণে হারতে হয়েছে।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর