শেরপুর ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে স্মরণ সভা

তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যার প্রতিবাদে ২১ আগস্ট বুধবার বিকেল ৪টায় শেরপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে শেরপুর জেলা শহরের ডিসি গেইটের সম্মুখে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত’র সঞ্চালনায় ওই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হাসান উৎপল, মোঃ বশিরুল ইসলাম সেলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাসরিন রহমান, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শহর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আকরাম সেরনিয়াবাত, যুবলীগ নেতা মনির উদ্দিন আহম্মেদ, জেলা ছাত্রলীগ সভাপতি সোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা।

এসময় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, ২০০৪ সালের এই দিনে হতে পারত বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মত দ্বিতীয় বৃহত্তম নারকীয় হত্যাকান্ড। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করতেই সেদিন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার করার উদ্দেশেই ঘাতকরা গ্রেনেড হামলা চালিয়ে ছিল। তবে ঘাতকদের গ্রেনেডের আঘাতে প্রাণ হারান তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী। এছাড়া আহত হয়েছেন দলের পাঁচ শতাধিক নেতাকর্মী। মৃত্যুর আগে তাদের একটাই আকুতি, ২১আগস্টের গ্রেনেড হামলার রায়ের কার্যকরিতার দ্রুত বাস্তবায়ন।

স্মরণ সভায় এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা বারের সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, ফখরুল মজিদ খোকন, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত দে ভানু, নাজিমুল হক নাজিম, উপ-দপ্তর সম্পাদক বিনয় সাহা, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক শামীম হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, ডাঃ জহুরুল ইসলাম জুয়েল ও হুইপ কন্যা সাদিয়া রহমান অপি, জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ গোলাম হাসান সুজন, মোঃ আবুল হাসেম, জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর