রাজধানীর একটি ম্যানহোলে অগ্নিকাণ্ড,নিয়ন্ত্রণ নিতে ফায়ার সার্ভিস দুটি ইউনিট

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার রেস কাটতে না কাটতেই শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর গোপীবাগে একটি ম্যানহোলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা পৌনে ৬টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমরা আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছি। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ খবর লেখা পর্যন্ত কোন ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮মার্চ) দুপুরে রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভায় ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর