কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

প্রথম দফায় আগামী ৩১মার্চ নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।

তিনি বলেন, নির্বাচনে ভোটগ্রহণকে ঘিরে আইন শৃঙ্খলার অবনতির আশংকায় কমিশন থেকে কবিরহাট উপজেলা নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলবক্স তাহের টিটুর আনারস প্রতীকের সমর্থক ও নৌকার প্রার্থী কামরুন নাহার শিউলীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৭জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।

সংবাদ পেয়ে বিজিবি ও জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে কবিরহাট উপজেলায় পুলিশ ও বিজিবি মোতায়ন রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর