নওয়াজ কন্যা মরিয়মের রিমান্ড বাড়লো আরো ১৪ দিন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা ও তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজের রিমান্ডের মেয়াদ ১৪ দিন বাড়িয়েছে পাকিস্তানের একটি একাউন্টেবিলিটি কোর্ট।

তিনি বুধবার (২১ আগস্ট) জবাবদিহিতার জন্য আদালতে হাজির হয়েছিলেন।এর আগে ১০ দিন রিমান্ডে ছিলেন তিনি।

মরিয়মের সঙ্গে একই দিনে গ্রেফতার হয়েছিলেন তার চাচাতো ভাই এবং তার দলের গুরুত্বপূর্ণ একজন নেতা ইউসুফ আব্বাস। তাকেও ১৪ দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে। এমন খবর জানিয়েছে জিও টিভি,দি নিউজ.কম।

মরিয়ম এবং আব্বাস উভয়কেই ৪ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্ল্যেখ্য, গত ৮ আগস্ট কারাবন্দি পিতা নওয়াজ শরীফের সাথে দেখা করতে গিয়ে জেল গেইট থেকে গ্রেপ্তার হন মরিয়ম।একই সময়ে আলোচিত সুগার মিল দুর্নীতি মামলায় ইউসুফ আব্বাসকেও গ্রেপ্তার করে ন্যাব।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর