দেশে ফিরেই কারাগারে শিল্পপতির স্ত্রী

কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার চট্টগ্রামের মেহেরুন নেছাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রামে পৃথক ১১টি ঋণখেলাপি ও চেক প্রতারণা মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর মধ্যে সাজা না হওয়া দুটি মামলায় জামিন পেয়েছেন মেহেরুন। বাকি ৯ মামলায় তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, আদালতের নির্দেশে মেহেরুনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মেহেরুন চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারের নবী দোভাষের মেয়ে। খুলশী থানার জাকির হোসেন সড়কের পূর্ব নাসিরাবাদ এলাকার তানভীর হাউসে তার বাসা। তিনি বাগদাদ গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলমগীর ফেরদৌস খানের স্ত্রী।

মেহেরুন নেছা ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে দেড় কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু সময় মতো সেই টাকা পরিশোধ না করায় তার নামে ১১টি মামলা হয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর