শেরপুরে চেম্বার অব কমার্সের অভিষেকে এন্ডো কিশোর

বাংলাদেশ জাতীয় সংসদে পুনরায় হুইপ নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপিকে ১৬ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেরপুরের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান এবং চেম্বার অব কমার্স’র নব নির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠান জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোঃ আসাদুজ্জামান রওশন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। অনুষ্ঠান শুরুতে এসময় স্বাগত বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোঃ আসাদুজ্জামান রওশন।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি প্রকাশ দত্ত’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা প্রশাসকের পক্ষে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এড. চন্দন কুমার পাল, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।

অনুষ্ঠানের ১ম পর্বে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপিকে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত সভাপতি মোঃ আসাদুজ্জামান রওশনসহ কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ ও পরিচালকগণ তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন। একই সাথে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত সভাপতি ও পরিচালকগণ বিশেষ অতিথিদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

পরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত কার্যকরি পরিষদের কর্মকর্তা ও পরিচালক গণকে অভিষেক অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধীকারীদের মাঝেও ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে হুইপ পন্তী শান্তা রহমান, সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন, শেরপুর আইনজীবী সমিতির সভাপতি এড. একেএম মোছাদ্দেক ফেরদৌসী, শেরপুর জজ আদালতে অতিরিক্ত পিপি এড. ইমান হোসেন ঠান্ডু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এড. সুব্রত দে ভানু, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নাজিমুল হক নাজিম, মুক্তিযোদ্ধা জেলা সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হীরু, প্রেস ক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজে নেতৃবৃন্দ, জেলা শহরের ব্যবসায়ীগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান শেষে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক সাংস্কৃতি অনুষ্ঠানে দেশ বরণো জনপ্রিয় সংগীত শিল্পী এ্যান্ড্রু কিশোর ও ক্লোজআপ তারকা রন্টি দাসসহ স্থানীয় শিল্পীগণ সংগীত পরিবেশন করে। এসময় হাজার হাজার দর্শক স্রেুাতা অনুষ্ঠানটি উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর পূর্বেই সংবর্ধনা ও অভিষেক স্থলের প্যান্ডেল ছাড়াও নারী-পুরুষ দর্শক ও স্রেুাতাদের উপস্থিতিতে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠ কানায় কানায় ভরে যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর