শিশুর জন্য খাবার কিনে ফেরা হলো না বাবার

শিশু সন্তানের জন্য খাবার কিনতে গিয়ে সুন্দরবন পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঢাকাগামী যাত্রী বাদশা হাওলাদার (৪২) নিহত হয়েছেন।

মাদারীপুরের কাঁঠালবাড়ির ৩ নম্বর ফেরি ঘাটে মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাদশা হাওলাদার বাগেরহাট জেলার মঙ্গলা থানার জয়মনি ফরেস্ট অফিসের সালাম হাওলাদারের ছেলে।

কাঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, বাদশা হাওলাদার স্ত্রী সন্তান নিয়ে বাগেরহাট থেকে ঢাকা যাচ্ছিলেন। কাঠালবাড়ি ফেরি ঘাটের ৩ নম্বর ফেরি ঘাটে শিশু সন্তানের জন্য দোকান থেকে খাবার কিনতে যান তিনি। খাবার কিনে আসার পথে সুন্দরবন পরিবহনের বাসটি ঘাটে পার্কিং করার সময় পিছন থেকে বাদশা হাওলাদারকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই বাদশা হাওলাদার মৃত্যুবরণ করেন।

শিবচর থানা ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার কথা শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ঘটনার সঙ্গে সঙ্গে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর