সাতক্ষীরায় মৃত খেলোয়াড়দের স্মরনে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান

স্বাধীন বাংলা ফুটবল দলের কৃতি ফুটবলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক ডি.এফ.এ’র নির্বাহী সদস্য মো, আনোয়ার হোসেন আনু, সংগঠক ও রেফারী কাজী আমিনুল হক আফরা এবং তৎকালীন মহাকুমা ফুটবল দলের খেলোয়াড় মো. আকরাম হোসেনের মৃত্যুতে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব, জেলা রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামের জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েনের হলরুমে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাক্তণ ফুটবল খেলোয়ার বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন টাউন স্পোটিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেন, প্রাক্তণ খেলোয়াড় মাস্টার আফসার উদ্দিন, সাইফুল্লাহ খান, খেলোয়ার আবু বক্কর সিদ্দিক, অজয় নারায়ন ঘোষ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন এ্যাড. মোসলেম উদ্দিন, মোনায়েম খান চৌধুরী সান্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মদ আলী সরদার, ট্রেজারার শেখ মাসুদ আলী, খেলোয়াড় রুহুল হক, জাবের হোসেন, মাধব দত্ত, খন্দকার আরিফ হাসান প্রিন্স, রেফারী পিপুল খান, লালন খান, অরুণ কুমার ঘোষ, আ.ম আক্তারুজ্জামান মুকুল, হাফিজুর রহমান খান বিটু, জাহিদ হাসান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল তেঁতুলতলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর