শেরপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুর জেলা শহরের পৌর এলাকা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৯ আগস্ট সোমবার রাত ১০টার দিকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ীরা হলো- শেরপুর পৌরসভার বাগরাকসা মহল্লার দিন মাহমুদের ছেলে সাদা মিয়া (৩৩), নালিতাবাড়ী উপজেলার কৃষ্ণপট্টি গ্রামের সুলতান মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫) ও ঝিনাইগাতী উপজেলার কালাকুড়া গ্রামের আবুল হাসেমের ছেলে আবুল কাশেম (৩২)।

জেলা গোয়েন্দা ডিবি’র ওসি মোঃ মোখলেসুর রহমানের নির্দেশে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে শেরপুর জেলা শহরের পৌরসভার বাগরাকসা মহল্লায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সাদা মিয়া (৩৩) কে তিন গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে।

এদিকে সোমবার একই রাতে নালিতাবাড়ী উপজেলার সাগরদী কৃষ্ণপট্টী গ্রামে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী ও এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রুবেল মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।

অপরদিকে সোমবার রাতে আরেকটি অভিযানে ঝিনাইগাতী উপজেলার কালাকুড়া গ্রামে এসআই ফজলে এলাহী ও আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী আবুল কাশেম (৩২) কে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে ধৃত মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

এব্যাপারে ডিবি’র ওসি মোখলেছুর রহমান মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর