বিএনপি মানেই বাংলাদেশ এখন পাকিস্তান : মতিয়া চৌধুরী

বিএনপির প্রত্যক্ষ মদদেই এ দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল এবং ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার মধ্য দিয়ে জঙ্গিবাদের উত্থান হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২১ আগস্টের গ্রেনেড হামলার স্মরণে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন,‘বিএনপি নামের মানে হলো বাংলাদেশ নাউ পাকিস্তান। বিএনপির প্রত্যক্ষ মদদেই এদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়েছিল।’

সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাকারী বিএনপিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবি জানান।

তিনি বলেন,‘বিদেশিদের সঙ্গে যোগসাজশে ষড়যন্ত্র করে দেশ ধ্বংসের চক্রান্ত বিএনপি-জামায়াতের রাজনীতির মতোই পরাজিত হবে।’

সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত,মুজিবুর রহমান চৌধুরী,আব্দুর সাত্তার মাসুদ,মাহবুবুর রহমান হিরণ,আতাউর রহমান, শাহজাহান ভূঁইয়া মাখন,ইঞ্জিনিয়ার নিখিল গুহ,মো. আনোয়ার ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি,সুব্রত পাল,সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি,দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান ও শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু,ঢাকা উত্তর যুবলীগের সভাপতি জাফর মাঈনুল হোসেন খান নিখিল,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

বার্তাবাজার/আ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর