বঙ্গবন্ধু’র ৭ই মার্চের ভাষণ প্রচারের মধ্যদিয়ে ক্যাম্পাস রেডিও এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু

স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করার মধ্যদিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এ ক্যাম্পাস রেডিও এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে।

জানা যায়,মঙ্গলমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২য় তলায় এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বেরোবি ক্যাম্পাস রেডিও এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেন।

এ সময় ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরই প্রথম ক্যাম্পাস রেডিও চালু করলো। শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করার অভিপ্রায় নিয়ে শুরু করা হয়েছে বেরোবি ক্যাম্পাস রেডিও এর পরীক্ষামূলক সম্প্রচার। শোকাবহ আগস্টে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ বঙ্গবন্ধু’র বিভিন্ন সময়ের অন্যান্য ভাষণও বেরোবি ক্যাম্পাস রেডিও সম্প্রচার করবে বলেও জানান তিনি।

এ সময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, পরিসংখ্যান বিভাগের প্রধান ড. মোঃ রশীদুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, শহীদ মুখতার ইলাহী হল এর সহকারী প্রভোস্ট মো: শামীম হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোহাঃ মাহামুদুল হক,অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পাস রেডিও শুনতে লগইন করতে হবে www.brucr.net এই সাইটে।

বার্তাবাজার/আ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর