আশাশুনিতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৩৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ পোনা অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে গত ১৫ আগষ্ট আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধন করেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুস সালাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ আগষ্ট) উপজেলার ২৬টি সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৩৫ কেজি রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর