ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলো পাকুন্দিয়ার রাসেল

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাসেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় রাসেলের মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.লক্ষী নারায়ন মজুমদার।

তিনি বলেন, রাসেল মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। সে বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ চিকিৎসাধীন ছিলেন। আজ তার অবস্থাার অবনতি হওয়ায় দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থাায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

রাসেল

তিনি আরও জানান, শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে রাসেলের মৃত্যু হয়েছে। এনিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে।

গত ১১ আগষ্ট ফরহাদ হোসেন (২০) নামে কিশোরগঞ্জ জেলার ইটনা কলেজের শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর