বনানীতে নিহত রাব্বির পাবনায় দাফন সম্পন্ন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ৩৬ দিনের মাথায় ঢাকার বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২৫ জনের মধ্যে পাবনার ছেলে অামির হোসেন রাব্বির পাবনায় দাফন সম্পন্ন করা হয়েছে।

অাজ শুক্রবার দুপুর অাড়াইটায় নিজ গ্রামের মসজিদে জানাযা দিয়ে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিহত রাব্বি পাবনা জেলার অাতাইলা থানার মাধপুর চরপাড়া গ্রামের অাইয়ুব অালী শেখের ছেলে ও মিয়াপুর হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, সরকারি বুলবুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও সরকারি এ্যাডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগ থেকে মাষ্টার্স সম্পন্ন করেন।

তিনি এফ অার টাওয়ারে এক্সপোর্ট ডকুমেন্টেশন এনালাইজার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে দৈর্ঘ্যদিন চাকরি করতেন।

এর অাগে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে স্বজনের নিকট নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। এবং অাজ সকাল ৯ টায় বাড়িতে পৌছেে। অাজ বেলা অাড়াইটায় গ্রামের বাড়িতে পুর্বপাড়া জামে মসজিদে জানাযা ও দাফন সম্পন্ন হয়।

গতকাল (২৮ মার্চ ২০১৯) বৃহস্পতিবার বেলা পোনে ১ টার দিকে শর্ট শার্কিট থেকে এ ঘটনা ঘটে,
এবং মুহুর্তের মধ্যে বিল্ডিংয়ের চতুর দিকে ছড়িয়ে পরে। প্রায় ৭ থেকে ৮ ঘন্টা পর অাগুন নিয়ন্ত্রণে অাসে

এদিকে পরিবারের একমাত্র উপার্জন ছেলের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোকতপ্ত পরিবার কে সমবেদনা জানাতে এবং প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য বাড়িতে হাজারো লোকের সমাগম ঘটছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর