জয় দিয়ে লা লিগা মিশন শুরুর করলো রিয়াল মাদ্রিদ

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই করিম বেনজেমার গোলে এগিয়ে যায় দলটি। তবে দ্বিতীয়ার্ধেই শুরুতেই লুকা মড্রিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শঙ্কাই জাগে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যে।

১০ জনের দল নিয়ে হলেও অবশ্য দাপুটে জয় দিয়ে নতুন মৌসুমে লা-লিগা মিশন শুরু করতে অসুবিধা হয়নি জিনেদিন জিদানের দলের। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতেই ৩-০ গোলের লিড নিয়ে নেয় রিয়াল। যোগ করা সময়ে সেল্টার হয়ে ব্যবধান কমান ইকার লোসাদা।

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচটির ১২ মিনিটে প্রথম লিড নেয় রিয়াল। ডি-বক্সের ভেতরে বা-প্রান্ত থেকে করা বেলের ক্রসে দুর্দান্ত ফিনিশিং ছিল বেনজেমার। বিরতির পরই অবশ্য ধাক্কা খায় রিয়াল। মড্রিচ ফেরেন লাল কার্ড দেখে।

তবে ১০ জনের দল নিয়েও দারুণ দাপটেই খেলেছে তারা। ৬১ মিনিটে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের গোলটা ছিল দেখার মতো। ডি-র অনেক বাইরে থেকে তার সরাসরি শট জালে জড়ায়। আর ৮০ মিনিটে ভাসকেসের গোলটা ছিল দলীয় বোঝাপড়ার ফল।

আগের দিন বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার মিশন শুরু হয়েছে হার দিয়ে। তবে রিয়ালের শুরুটা হলো মনের মতোই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর