শেরপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরে সোনার বাংলা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট শনিবার বিকেলে শহরের কালীগঞ্জ এলাকায় অনুষ্ঠিত ওই খেলায় যোগিনীমুড়া স্পোর্টিং ক্লাব ২-০ গোলে স্থানীয় টুটুল ক্যাবল নেটওয়ার্ক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলার প্রথমার্ধে উভয় দল গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্থের শেষদিকে দু’টি গোল করেন যোগিনীমুড়া স্পোর্টিং ক্লাবের সাধন ও সাঈদ। এছাড়া সাঈদ ম্যান অব দ্যা ম্যাচ এবং রানার্সআপ দলের মনিহার ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।

আয়োজক সংগঠনের সভাপতি মিজানুর রহমান মুক্তার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, নেপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী ও পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন সরকার ও সোনার বাংলা যুব সংঘের সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ। বৃষ্টিবিঘ্নিত মাঠেও বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করে। টুর্ণামেন্টে স্থানীয় পর্যায়ের ১৬টি দল অংশ নেয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর