ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের পাঁচজনের মৃত্যু

ডেঙ্গু জ্বরের প্রকোপ শুরু হওয়ার পর থেকে আক্রান্ত হয়ে শনিবার (১৭ আগস্ট) দুপুর পর্যন্ত কিশোরগঞ্জের মোট পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে। তাদের মধ্যে দুই গৃহবধূ সিআইডি কর্মকর্তা একজন এবং দুই কলেজ ছাত্র রয়েছেন।

তাঁরা হলেন মিঠামইন উপজেলার চমকপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) শনিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২১ জুলাই সকালে ঢাকার একটি হাসপাতালে হোসেনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আল আমিন (১৭) নামে একজনের মৃত্যু হয়।

ঈদের আগের দিন (১১ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাঁক হাটির পল্লী চিকিৎসক ফেরদৌস মিয়ার ছেলে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঈদের দিন (১২ আগস্ট) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সিআইডি’র সাইবার ক্রাইম ইউনিটের জামাল আহমেদ। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (১৪ আগস্ট) ভোর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসের গাঁও গ্রামের আবুল কাশেমের স্ত্রী নাসরিন আক্তার (২০) নামে এক গৃহবধূ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর