প্রথম বিদেশ সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে বাংলাদেশ আসছেন এস. জয়শঙ্কর। আগামী ২০ আগাস্ট তিনি ঢাকা আসবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

খবরে বলা হয়েছে, দু’দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে তার এই সফর।

দুদিনের সফরে ২০ আগস্ট ঢাকা আসছেন জয়শঙ্কর। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। জয়শঙ্করের এই সফরে অবৈধ অভিবাসন, কানেক্টিভিটি, রোহিঙ্গা সংকট এবং দীর্ঘ দিনের অমিমাংসিত তিস্তাসহ ৫৪টি নদীর পানির বণ্টন নিয়ে আলোচনা হতে পারে।

কিছুদিন আগে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর। এছাড়া তাজিকিস্তানে এক আন্তর্জাতিক সম্মেলনের পার্শ্ববৈঠকেও মিলিত হয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

বার্তাবাজার/কে জে পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর