যমুনায় ভেসে উঠলো নিখোঁজ শিশু রাবেয়ার লাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ছবি তোলার সময় পড়ে গিয়ে নিখোঁজ শিশু রাবেয়ার দুইদিন পর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে রাবেয়ার লাশ ভেসে উঠে।

তবে নিহত রাবেয়ার পরিবারের অভিযোগ, বালু উত্তোলনকারী ভলগেট সরিয়ে না নেয়ায় গত বুধবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাবেয়ার লাশ পায়নি। দুইদিন পর শুক্রবার সকালে তার লাশ যমুনা নদীতে ভেসে উঠে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে নিখোঁজ হওয়ার পর থেকেই লাশের অপেক্ষায় দিন-রাত নদীর তীরেই পড়ে থাকতন মা নাসরিন বেগম, বাবা এরশাদ আলী। এ ঘটনায় রাবেয়ার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের এরশাদ আলী ঈদ উপলক্ষে বুধবার বিকালে পরিবারের সবাইকে নিয়ে ল্যাংড়াবাজার এলাকার যমুনা নদীর তীরে ঘুরতে যান। এ সময় রাবেয়াকে বালুবাহী ভলগেটের ওপর দাঁড় করিয়ে ছবি তুলতে গেলে শিশু রাবেয়া নদীতে পড়ে যায়।

স্রোত বেশি থাকায় পরিবারের সদস্যরা চেষ্টা করেও তার কোনো খোঁজ পায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা উদ্ধারের চেষ্টা চালালেও অতিরিক্ত বালুবাহী ভলগেট থাকায় রাত ৯টার দিকে প্রথম দফা উদ্ধার কাজ চালিয়ে ফিরে যায়। বৃহস্পতিবার আবার দ্বিতীয় দিনের মতো তারা উদ্ধার কাজ চালিয়েও ব্যর্থ হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর