নালিতাবাড়ীতে জাতীয় শোক দিবস পালন

সারা দেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

১৫ আগস্ট সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখা হয়।

এরপর স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল, আ’লীগ নেতা আব্দুল হালিম উকিল, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর