থ্যালাসেমিয়া আক্রান্ত দিঘী বাঁচতে চায়

পেশায় দিনমজুর বাবা মিজানুর রহমান ফকিরের ২ সন্তানের একজন সুমাইয়া সুলতানা দিঘী। জন্মগতভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত দিঘীকে ২ মাস বয়স থেকেই প্রতিমাসে রক্ত দিতে হয়। দিঘীর বর্তমান বয়স ১০ বছর। বর্তমানে মাসে তাকে দুইবারও রক্ত দিতে হচ্ছে।

অর্থের অভাবে ঠিকমত রক্ত ও আনুষঙ্গিক চিকিৎসা দিতে ব্যর্থ হওয়ায় দিঘীর পেট বর্তমানে অনেক ফুলে গেছে। ঠিকমত খাবারও খাচ্ছেনা। এমতাবস্থায় ডাক্তাররা পরামর্শ দিয়েছেন- যদি অপারেশন করানো সম্ভব হয় তাহলে দিঘী সুস্থ হয়ে উঠবে। তখন প্রতিমাসে আর এভাবে রক্ত দিতে হবেনা।

অপারেশন করাতে প্রায় ১ লক্ষ টাকা প্রয়োজন। দিন আনা দিন খাওয়া সংসারে প্রতিদিনের চাউলই কিনতে মাঝে মধ্যে ব্যর্থ হন দিঘীর বাবা। খুলনার কয়রা উপজেলা সদরের পাশে ফকির বাড়িতে তাদের বসবাস।

সরেজমিনে গিয়ে দিঘীর মা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে দিঘীদের বাস্তব অবস্থার প্রেক্ষিতে সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আমরা আহবান করছি- আসুন ছোট্ট দিঘীর প্রতি আমাদের সহানুভূতির হাতটুকু বাড়িয়ে দেই।

দিঘীর বাবার সাথে যোগাযোগঃ
01938678958 (মিজানুর রহমান ফকির)
সাহায্য পাঠাতে চাইলে
01918-825448( বিকাশ/নগদ)
ইদ্রিস আলী। প্রভাষক, সাতক্ষীরা সরকারি কলেজ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর