সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা:
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় আরো বক্তব্য রাখেন এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রুহুল আমিন, মো. আলতাফ হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, রফিকুর রহমান লাল্টু, ইকবাল কবির খান বাপ্পি, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ ক্লাব/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়, মিডিয়া ও স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল তেতুলতলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম।

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা:
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক শহিদুল আলম, শহিদুল ইসলাম, আব্দুল করিম, আবুল বাশার, মিজানুর রহমান, শিক্ষক সাইফুল আলম ছিদ্দিকী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।

সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়:
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিডিএলজি মো. হোসাইন শওকত। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সামিমা ইসমত আরা, সহকারি শিক্ষক উম্মে হাবীবা, সিনিয়র শিক্ষক আনিছুর রহমান, দীপাসিন্ধু তরফদার, মো. আবু সাঈদ, রিনা রাণী নন্দী, মমতাজ হোসেন, আলাউদ্দিন, রবিউল ইসলাম, আব্বাস আলী, আবুল খায়ের ও মামুনার রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুল্লাহ ও শিক্ষার্থী সাগরিকা সাহা।

নব জীবন পলিটেকনিক ইনস্টিটিউট ও নব জীবন ইনস্টিটিউট:
বৃহস্পতিবার দুপুরে নব জীবনের হলরুমে নব জীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, নব জীবন পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম খান, সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এসময় সাতক্ষীরা নব জীবন পলিটেকনিক ইনস্টিটিউট ও নব জীবন ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রসুলপুর যুব সমিতি:
বৃহস্পতিবার সকালে রসুলপুর যুব সমিতির আয়োজনে রসুলপুর যুব সমিতির কার্যলয়ে রসুলপুর যুব সমিতির মেহেদী হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রসুলপুর যুব সমিতির সাবেক সহ-সভাপতি তৌফিক আলম, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, সৈয়দ আহম্মদ খান, কবির হোসেন, ময়নুল আরেফিন প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রসুলপুর যুব সমিতির পক্ষ থেকে ২শ’৫০টি বৃক্ষ রোপন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লিয়াকত হোসেন অরুণ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর