নব দম্পতির যাত্রা শুরু হলো বৃক্ষ রোপণ করে

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মংলার কুটি গ্রামে এক নব দম্পতি তাঁদের নতুন জীবনের যাত্রা শুরু করলো বৃক্ষ রোপণ দিয়ে । সেফটি স্কুলের প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন ও গ্রীন ভয়েস’র রংপুর বিভাগীয় সমন্বয়ক মুনসাফা তৃপ্তি ১৫ আগস্ট বৃহঃবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোন । এসময় তারা ১টি বনজ,১টি ফলজ ও ১টি ঔষধী বৃক্ষ রোপণ করেন নিজ আঙিনায় ।

সেফটি স্কুলের প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন বার্তা বাজারকে বলেন,”পারিবারিক ভাবে যদি দেখেন,জীবন হলো একটি নতুন চারার মতো,যেভাবে একটি পরিবারের বংশানুক্রমিক বৃদ্ধি ঘটে,ঠিক একি ভাবে বৃদ্ধি পায় নতুন চারা । তাই আমাদের প্রত্যেকের উচিৎ হবে,নতুন জীবন শুরুর আগে অন্তত একটি করে গাছ রোপণ করা ।”

গ্রীন ভয়েস কুড়িগ্রাম ও বেরোবি টিম উক্ত বৃক্ষ রোপণে অংশগ্রহন করে ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর