এফ আর টাওয়ারের লিফট স্বাভাবিক ছিল

এফ আর টাওয়ারের লিফট স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান শিকদার। শুক্রবার সকালে লিফট সচল করার পর উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

শাহজাহান শিকদার বলেন, ‘সকালে আমাদের ফায়ার সার্ভিসের টিম এফআর টাওয়ার সার্চ করেছে। অনেকে বলছিলেন- লিফটের ভিতরে হয়তো কেউ আটকে আছে বা কেউ সেখানে আটকে মারা যেতে পারেন। আমাদের টিম লিফট সচল করে প্রতিটি তলায় তল্লাশি করেছে। লিফটের ভিতরে কেউ আটকে নেই।’

তিনি আরো বলেন, ‘ভবনের লিফট ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ভবনের ৭, ৮, ৯ তলা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আর ১০, ১১ ও ১২ তলা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর