‘দালাল ধর জবাই কর’ স্লোগানে আ’লীগ অফিসে উত্তেজনা

‘একটা একটা দালাল ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগানকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ অফিসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির স্লোগানের বিরোধিতা করে উত্তেজিত হয়ে পড়েন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আজ সকাল থেকেই মুখরিত আওয়ামী লীগ কার্যালয়। একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন। বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল আওয়ামী লীগ কর্মীরা। তবে একটি স্লোগানে হঠাৎ সকলের মধ্যে উত্তেজনার তৈরি হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর দুই নম্বর রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয় একত্রিত হতে থাকে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীসহ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা।

এ সময় তারা স্লোগান দিতে থাকেন, ‘হাই, বাদল এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নারায়ণগঞ্জের মাটি শামীম ভাইয়ের ঘাঁটি। একটা একটা দালাল ধর, ধইরা ধইরা জবাই কর’। শেষের স্লোগানটি দেওয়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে উঠেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।

আব্দুল কাদির বলেন, ‘এইসব কেমন স্লোগান? এগুলো কাকে বলা হচ্ছে? দালাল কে? কার গলা কাটবে? আমিও আওয়ামী লীগ করেছি। ছাত্রলীগ, যুবলীগ করে এখানে এসেছি। মুখে মুখে নেতা না।’

তিনি আরো বলেন, যারা এই স্লোগান দেয় তারা তো বঙ্গবন্ধুর কর্মী হতে পারে না, শেখ হাসিনার কর্মী হতে পারে না।

এ সময় অন্যান্য নেতারা তাকে শান্ত করার চেষ্টা করেন। স্লোগানদাতাদেরও শান্ত করার চেষ্টা করা হয়। এক পর্যায়ে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে স্থান ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, সংরক্ষিত আসনের মহিলা সংসদ হোসনে আরা বাবলী, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।

-নয়া দিগন্ত

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর