বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের ভীড়

প্রকৃতির বৈরী আবহাওয়া এবং রোদ বৃষ্টির লুকোচুরি খেলার মধ্যেও নরসিংদী বাসীর ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে নরসিংদীর অন্যতম বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে।

ঈদের পরদিন থেকে দর্শনার্থীদের ভীড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি। ঈদকে ঘিরে নতুন রাইডস সংযোজনের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে পার্কটিকে।

ঈদুল আযহার দিন তেমন দর্শক সমাগম না থাকলেও ঈদের পরদিন থেকে দর্শনার্থীদের ভীড়ে মুখর হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র নরসিংদীর ‘ড্রিম হলিডে পার্কথ। কখনও রোদ, কখনও বৃষ্টির মধ্যেও দুপুরের পর থেকে আসতে শুরু করেন নরসিংদী সহ দেশের বিভিন্ন জেলার বিনোদনপ্রেমীরা। শিশু ও নারীসহ সকল বয়সী মানুষ বিভিন্ন রাইডস চড়ে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। ঈদের আনন্দ উপভোগ করতে স্বপরিবারে এসেছেন অনেকেই।
এবছর বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মাসেতু, কর্ণফুলী টানেলসহ সাম্প্রতিক সময়ে দেশের উল্লেখযোগ্য উন্নয়নের আদলে পার্কটিতে তৈরি স্থাপনা ছিলো দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ।

বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোষ্টার, সুইং চেয়ার, স্পিড বোট সহ আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইডস উপভোগের পাশাপাশি সুইমিং পুলেও উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শনার্থীরা। রয়েছে নান্দনিক কটেজগুলোতে স্বপরিবারে অবস্থান করে ঈদ আনন্দ উপভোগের সুযোগ। ঈদকে ঘিরে বাড়তি আনন্দ পেতে দূর দূরান্ত থেকে এখানে আসা বলে জানিয়েছেন দর্শনার্থীরা।

পার্কটিতে প্রবেশে লাগে তিনশত টাকা। এতিম ও প্রতিবন্ধীদের প্রবেশ মূল্য ফ্রি। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর