নারী পুলিশ ও হত্যা মামলার আসামির প্রেম, অতঃপর…

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আসাদুল (৪২) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করতে বিভিন্ন অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে পুলিশ। অবশেষে এক নারী কনস্টেবলের প্রেমের ফাঁদে ফেলে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার উপজেলার ভাইট বাজারে ওই নারী কনস্টেবলের সঙ্গে দেখা করতে আসলে পুলিশের হাতে ধরা পড়ে আসাদুল। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদি বলেন, নারী কনস্টেবলকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসাদুলের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।

এএসপি আরো বলেন, গত সেপ্টেম্বর মাসে হরিণাকুন্ডু উপজেলার মানদিয়া সরকারি ক্যানেলের পাশে তোয়াজ উদ্দিন মন্ডল (৬০) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়। এ মামলায় নিহতের ছেলে বাদী হয়ে হরিণাকুন্ডু উপজেলার কালাপাড়িয়া গ্রামের বাসিন্দা আসাদুলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তিনি বলেন, বিভিন্নভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা যায়নি। তাই আমি ভিন্ন উপায়ে তাকে গ্রেফতার করার জন্য পদক্ষেপ গ্রহণ করি। এরই পরিপ্রেক্ষিতে এক নারী কনস্টেবল নিজের পরিচয় লুকিয়ে কলেজছাত্রী পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলা শুরু করে। একপর্যায়ে সাজানো এই প্রেমের ফাঁদে ধরা দেয় আসাদুল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর