বরযাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ৪০ জন আহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বুধবার রাত ৮টার সাগরদিঘীতে বরযাত্রীবাহী বাস উল্টে মহিলা ও শিশুসহ ৪০ জন আহত হয়েছে। ঘাটাইল-সাগরদিঘী ইউনিয়নে সড়কের সাগরদিঘী ভূইয়া বাড়ি মোড়ে এ দুঘর্টনা ঘটে।

এলাকাবাসী জানায় সখিপুর উপজেলা থেকে টাঙ্গাইল-জ-১১-০০৯৭ নম্বরধারী বাস প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকায় আসে। বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার সময় ঘাটাইল-সাগরদিঘী সড়কের সাগরদিঘী ভূইয়া বাড়ি মোড়ে এলে সড়কের খানা খন্দের মধ্যে পড়ে বর-কনেসহ যাত্রীবাহী বাসটি সড়কের মধ্যেই উল্টে যায়। এসময় মহিলা ও শিশুসহ ৪০ জন আহত হয়। আহতদের দ্রুত সাগরদিঘী পপুলার ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি দেখে গর্ভবতী এক মহিলাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের সবার বাড়ি সখিপুর এলাকায়। পপুলার ক্লিনিকের ডাক্তার হেলাল মিয়া আহত ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন।


আহত বাস ড্রাইভার ইব্রাহীম মিয়া জানান, ভাঙা সড়কের কারণে গাড়ি নিয়ন্ত্রনে রাখতে না পারায় সড়কের মধ্যেই উল্টে যায়।
উল্লেখ্য যে, ঘাটাইল-সাগরদিঘী সড়কটি খানা খন্দেও সৃষ্টি হয়ে দীর্ঘ দিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর