ভারতের কৌশিষ হাসপাতাল ব্যাঙ্গোলোর ইনফরমেশন সেন্টার’র উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কৌশিষ হাসপাতাল ব্যাঙ্গোলোর ইনফরমেশন সেন্টার’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় শহরের পলাশপোল এসপি বাংলোর পিছনে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিসয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, কৌশিষ হাসপাতাল ব্যাঙ্গোলোর ইনফরমেশন সেন্টার গরীব অসহায় রোগীদের সেবার জন্য যে উদ্যোগ নিয়েছে সেটি খুবই ভাল। আমাদের বাংলাদেশেও ভাল ডাক্তার ও ভাল হাসপাতাল আছে। স্বচ্ছ ও জবাবদিহীতার মধ্য দিয়ে কৌশিষ হাসপাতাল ব্যাঙ্গোলোর ইনফরমেশন সেন্টার তাদের কর্মকান্ড পরিচালনা করলে তারা তাড়াতাড়ি সফলকাম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের কৌশিষ হাসপাতাল ব্যাঙ্গোলোর’র চেয়ারম্যান শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. সন্তোশ কৌশিষ, কৌশিষ হাসপাতাল ব্যাঙ্গোলোর নিউরো সার্জন প্রফেসর ডা. সতীশ বাবু, সি,ই,ও পংকজ কুমার রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, কৌশিষ হাসপাতাল ব্যাঙ্গোলোর ইনফরমেশন সেন্টার’র প্রধান নির্বাহী মো. মনিরুজ্জামান, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, মো. নাজমুল হাসান, আব্দুর রশিদ, বাবুল হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাথেন পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া বাবু, শিবপুর ইউনিয় আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, জেলা শ্রমিক লীগের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মো. গাউস আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কৌশিষ হাসপাতাল ব্যাঙ্গোলোর ইনফরমেশন সেন্টার’র পরিচালক জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার ও মোস্তাফিজুর রহমান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর