পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

কখনও ঝিরিঝিরি, কখনও মূষলধারে বৃষ্টি হচ্ছে। এতে ঘরে বসে ঈদের ছুটিতে অলস সময় পার করছে মানুষ। বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েন ছুটিতে আশা কর্মজীবী মানুষেরা।
বৃষ্টির কারণে ঈদের দ্বিতীয় দিনে সবার পরিবার-পরিজন নিয়ে স্বজনদের বাসায় বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কথা থাকলেও অনেকেই বের হতে পারেনি।

ফলে ঘরে শুয়ে-বসে, আড্ডা দিয়ে অলস সময় পার করছে। তবে বৃষ্টি উপেক্ষা করে কেউ কেউ বের হলেও ভিজে, আধা ভেজা অবস্থায় গন্তব্যে পৌছায়। লোহালিয়া এলাকার বাসিন্দা রফিক জানান, বৃষ্টির কারণে ঈদে ছেলে-মেয়েকে নিয়ে ঘুরতে বের হতে পারেননি।

লোহালিয়া খেয়া ঘাটের টোল আদায়কারী মো. মাছুদ জানান, বৃষ্টির কারণে ঈদের দ্বিতীয় দিনে খেয়া পারাপারের দুর্ভোগেে পরে মানুষ। অনেকে বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষক মো. তালুকদার শামীম জানান, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি মাঝে মধ্যে কিছুটা বিরতি দিয়ে ভাড়ি বর্ষণ হয়েছে।

গতকাল সন্ধ্যা ৬ টা থেকে আজ ৬ টা পর্যন্ত ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পটুয়াখালী নদী বন্দর ২ নম্বর এবং পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বরে সর্তকতা সংকেত রয়েছে। আগামী ৪৮ ঘন্টা এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানান এই কর্মকর্তা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর