শত্রুতার জেরধরে যুবককে হত্যা চেষ্টা, গ্রামবাসির মানববন্ধন

রামগঞ্জে প্রবাসির বসতঘরে চুরির মিথ্যে আপবাদে যুবককে গাছের সাথে বেধে গভীর রাতে পিটিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে উত্তর টিউরী ও দুধরাজপুর গ্রামের বাসিন্দারা সম্মলিতভাবে উত্তর টিউরী বাছির মার্কেটের সামনে প্রায় তিনশত লোকের উপস্থিতিতে মানববন্ধন করেন।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের বস্ক আলী খলিফা বাড়ির সৌদি প্রবাসি আব্দুর রশিদের স্ত্রী ভাড়াটে দুর্বৃত্ত দিয়ে আফাজ উদ্দিন ভূইঁয়া বাড়ির মন্তাজ মিয়ার ছেলে জন্টুকে ডেকে নিয়ে একটি বাগানে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে নির্মম নির্যাতন করেন। পরেই সত্য ঘটনাটি আড়াল করার পাঁয়তারা করে ঝন্টুকে চোর আখ্যায়িত করে থানায় অভিযোগ দায়ের করেন।

মানববন্ধনে উপস্থিত হওয়া সকলেই জানান, জন্টু কখনও এলাকায় চুরি সহ কোন অপরাধের সাথে জড়িত ছিলেন না। ঝন্টুর উপর হামলার সঠিক বিচার দাবি করছি। মুক্তিযোদ্ধা আমির হোসেনের সভাপতিত্বে ও এমদাদ হোসেন শাকিলের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের মাতাব্বর আবুল বাসার মোল্যা,মুজিবুল হক ভূঁইয়া,তারেক আজিজ,সহিদ মোল্লাহ, দুলাল হোসেন,মামুন,ইকবাল, হাবীবসহ প্রমূখ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর