স্বস্তিতে কর্মস্থলে ফেরার আশ্বাস দিলেন সড়ক মন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ঈদে সাধারণ মানুষ যেমন স্বস্তিতে বাড়ি ফিরেছে, তেমনি কর্মস্থলেও ফিরে যাবে। সোমবার ঈদুল আজহার নামাজ শেষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তীব্র স্রোত, ভারী বৃষ্টি ও সড়কে পশুবাহী গাড়ির জন্য চলাচল বিঘ্নিত হয়েছে, যানজটও হয়েছে। এছাড়া, দেশের বেশিরভাগ রুটই ভালো ছিলো। শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে ফিরেছে। আমি আশা করি, ঈদের পরও মানুষ কর্মস্থলে যেতে পারবেন।’

ঢাকা-টাঙ্গাইল রুটে বঙ্গবন্ধু সেতুর ওপারে নলকা পর্যন্ত সমস্যা হলেও, ঈদের আগেরদিন তা ঠিক হয়ে যায় বলে জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী তার মা-বাবার কবর জিয়ারত করেন এবং দলের স্থানীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর