ঈদের নামাজ শেষে আল আকসায় ইসরায়েলি পুলিশের হামলা

ফিলিস্তিনের একটি মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। স্ট্যান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোঁড়ায় আহত হয়েছেন বেশ কয়েকজন মুসল্লি। তবে নিহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ রোববার দেশটির অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরের পবিত্র আল আকসা মসজিদে এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম হার্তেজ জানিয়েছে, রোববার সকালে ওই মসজিদে জামাত শেষ হওয়ার পর ইসরায়েলি পুলিশ বাহিনী মুসল্লিদের ওপর স্ট্যান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোঁড়ে।

এতে আহত হয়েছেন বেশ কয়েকজন মুসল্লী। তা ছাড়া কয়েকজন মুসল্লিকে আটকও করেছে ইসারায়েলি পুলিশ। কী কারণে মসজিদে হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলায় আহত কয়েকজন মুসল্লীকে তারা চিকিৎসা দিয়েছে।

বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর