এই প্রথম বিশ্ব ক্রিকেটে ইতিহাসে ঘটল বিরল ঘটনা

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে উইন্ডিজ দল। এই সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে তারা। উইন্ডিজ বোর্ডের ঘোষিত স্কোয়াডে চমকের নাম রহকিম কর্নওয়াল। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার সাথে ১৪৩ কিলোগ্রাম (কেজি) ওজনের এই অফস্পিনিং অলরাউন্ডার জায়গা পেয়েছেন উইন্ডিজ টেস্ট দলে। আগামী ২২ আগস্ট থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে তার।

প্রথম শ্রেণির ক্রিকেটে কর্নওয়ালের অভিষেক হয় ২০১৪ সালে। সেই থেকেই পারফরম্যান্স দেখিয়ে আসছেন তিনি। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে দারুণ সাফল্য পাচ্ছেন কর্নওয়াল।

৫৫টি প্রথম শ্রেণির ম্যাচে ২৬০ উইকেট শিকার করেছেন কর্নওয়াল। সদ্য সমাপ্ত আঞ্চলিক চারদিনের টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। এবার ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডেও ডাক পেয়েছেন কর্নওয়াল।

উইন্ডিজ টেস্ট দলঃ জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শামারহ ব্রুকস, রহকিম কর্নওয়াল, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, শেন ডোরিচ (উইকেটরক্ষক), শেনন গ্যাব্রিয়েল, সিমরন হেটমায়ার, শাই হোপ, কেমো পল, কেমার রোচ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর