শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে শেরপুর জেলায় ৭টি গ্রামে আগাম ঈদুল আযহা নামাযের জামাত অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট রোববার সকাল ৮টা থেকে ৯ টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। যারা আগাম ঈদুল আযহা উৎসব পালন করছেন তারা সবাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে ঈদের জামাতের নামায আদায় করেন।

এসব গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়ণখোলা, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনি পাড়া।

প্রতিটি জামাতে দেড়শ’ থেকে দুইশ’ মুসুল্লী অংশগ্রহণ করতে দেখা গেছে। এসব জামাতে পুরুষের পাশাপাশি নারী মুসুল্লীরাও পর্দার ভিতরে নামাজ আদায় করেন। নামাজের পর পারস্পরিক কোলাকুলি করেন।

প্রতিবারের মতো এবারও তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহার নামাজ আদায় করেন ও নামাজ শেষে পশু কোরবানি দিয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর