১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য সালমা খাতুনকে অধিনায়ক করে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। স্কটল্যান্ডে বাছাই পর্ব খেলার আগে নেদারল্যান্ডসে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা।

১৫ আগস্ট ঢাকা ছাড়বেন জাহানারা-সালমারা। নেদারল্যান্ডসে ৪টি প্রস্তুতি ম্যাচ খেলে ২৭ আগস্ট স্কটল্যান্ড যাবে মেয়েরা।

ইনজুরির কারণে ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ নেই স্কোয়াডে। ১৪ সদস্যের দলে আছেন জাহানারা, নাহিদা, খাদিজাদের মতো নারী দলের প্রায় সব প্রিয় মুখ। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তিন জনকে। সামনের বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল আসর।

আগের আসরে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হলেও মূল পর্বে ভালো করতে পারেনি টাইগ্রিসরা। এবার যোগ্যতা অর্জন করার পাশাপাশি মূল পর্বেও ভালো করতে চায় বাংলাদেশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর