পাটকেলঘাটা মৎস্য ঘেরে অগ্নিসংযোগ ও লুটপাট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পাটকেলঘাটা ধানদিয়ায় মৎস্য ঘের বিরোধ নিয়ে অগ্নি সংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা দায়ের। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তবে টান টান উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনা পাটকেলঘাটা থানার ১নং ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের আব্দুস সাত্তার ধাবকের পুত্র রেজাউল করিম বাদী হয়ে পাটকেলঘাটা থানায় মামলা দায়ের করেছে।

মামলার বিবারণে জানাযায়, পাঁচ পাড়া গ্রামের রেজাউল করিম স্থানীয় কৃষ্ণনগর মৌজার ধানদিয়া কাটাখালী পশ্চিম বিলে ১৯৫ বিঘা জমি ৫ বছর মেয়াদি হারি নিয়ে মৎস্য চাষ করে আসছিলেন পুনরায় ১ জুন ২০১৯ হতে ৩০ মে ২০২৪ইং ৫ বছর মেয়াদি লীজ নিয়ে মৎস্য চাষ করতে গেলে ধানদিয়া গ্রামের সহিদুল ইসলামের তিন ছেলে রুহুলামিন (দিলু), খোকন শেখের , শাহিনুর রহমান, মৃত ইব্রাহিম মোড়লের ছেলে সাহেব আলী মোড়ল এবং মৃত সাবেদ আলীর ছেলে আফছার আলী বাধা দিলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরা ৬২৭/১৯ (পাট) মামলা দায়ের করলে ক্ষিপ্ত হয়ে গত ৮ আগষ্ট সকাল ৮.৩০ দিকে রুহুলামিন (দিলু), মফিজুল ইসলাম মফি মল্লিক, সহিদুল ইসলামের, শাহিনুর রহমানের নেতৃত্বে৭৫/৮০ জন সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রেজাউল করিমের ভোগদখলীয় মৎস্য ঘেরে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে নগদ ২লক্ষ টাকা ছিনিয়ে নেয় ও ঘেরের মেইন বসত ঘরে রক্ষিত মাছের খাদ্য গ্যাস সিলিন্ডার ও অন্যান্য মালামাল লুটপাটের পর ৫ টি টোং প্রেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতিসাধিত্ব হয়েছে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-৪ তাং-১০/০৮/১৯।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর