নরওয়ের মসজিদে বন্দুকধারীর হামলা

নরওয়ের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় একজন আহত হয়েছেন। দেশটির রাজধানী অসলোতে শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে।

মিরর জানিয়েছে, অসলোতে যে মসজিদে হামলা হয়েছে সেটির নাম আল-নূর ইসলামিক সেন্টার। বন্দুকধারীর হামলায় যে ব্যক্তি আহত হয়েছেন তার অবস্থা কতটা আশঙ্কাজনক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বন্দুকধারী ব্যক্তিটি একজন শেতাঙ্গ। তার মাথায় ছিল হেলমেট এবং শরীরের ছিল বিশেষ এক ধরনের পোশাক।

নরওয়ের স্থানীয় দৈনিক বুদসটিক্কাকে ইফরান মুশতাক নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘হেলমেট এবং ইউনিফর্ম পরিহিত একজন শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলায় আমাদের একজনের গুলিবিদ্ধ হয়েছেন।’

রাজধানী অসলোর পুলিশ কর্তৃপক্ষ তাদের টুইটার পেজে এক বার্তার মাধ্যমে জানিয়েছেন, সেখানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে মসজিদে বন্দুক হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তার।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর