ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে মধ্যরাত থেকে তীব্র যানজট শুরু হয়েছে।রাতের যানজটের কারণে সে প্রভাব পড়েছে দিনের শুরুতেও। টাঙ্গাইলের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তায় গাড়ি চলছে ধীর গতিতে।

পুলিশ জানায়,৮আগস্ট রাত থেকে উত্তরবঙ্গগামী গাড়ি ও ঢাকাগামী পশুর ট্রাকসহ বিভিন্ন যানবাহন বেড়ে যাওয়ায় মহাসড়কে চাপ বেড়ে যায়। মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়লে বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তায় যানজট আরও তীব্র আকার ধারন করেছে। তবে যানজট নিরসনে জেলা পুলিশের ৭ শতাধিক সদস্য কাজ করে যাচ্ছে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর