সাভারে ট্রলার ডুবি, মারা গেলো ১০টি গরু

ঢাকার সাভারে ট্রলার উল্টে ডুবে গিয়ে ১০টি গরু মারা গেছে। শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে সাভারের উলাইলে বংশী নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারটিতে প্রায় ৪০টির মতো গরু ছিলো। তবে ট্রলারের মাঝি ও ব্যাপারীরা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।।

ট্রলারে করে ৪০টি গরু নিয়ে মানিকগঞ্জের সিংগাইর থেকে গাবতলীর পশুর হাটে যাচ্ছিলো ব্যাপারীরা। প্রত্যেক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে উলাইলের কর্নপাড়া এলাকায় বংশী নদীতে হঠাৎ করে ট্রলারটি কাত হয়ে উল্টে ডুবে যায়। এ সময় ব্যাপারীরা ৩০টি গরু নিয়ে তীরে উঠতে পারলেও ১০ টি গরু মারা যায়। পরে মরা গরুগুলোকে নদীতে ভাসিয়ে দেয়া হয়।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। এসময় ব্যাপারীরা জানান নদীতে ডুবে ১০টি গরু মারা গেছে। তবে ট্রলারে থাকা মাঝি বা ব্যাপারীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর