কিশোরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ চাউল আত্মসাতের অভিযোগ (ভিডিওসহ)

কিশোরগঞ্জ করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ চাউল আত্মসাতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেয় এলাকাবাসী।

করিমগঞ্জ গুজাদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো.রফিকুল ইসলামের বিরুদ্ধে ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণে এই অভিযোগ ওঠে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গুজাদিয়া ইউনিয়ন পরিষদ ১০০৩ জনের জন্য চাল বরাদ্দ পায়। প্রত্যেক হতদরিদ্রকে ১৫ কেজি করে চাল দেয়ার কথা। ইউনয়িনের হতদরিদ্ররা জানান, গত বৃহস্পতি বার (১ আগস্ট) চাল বিতরণ তারিখ ঘোষনা করেন, এই দিন বিতরনের সময় সঠিক মাপে চাল দেওয়া হয়নি। এছাড়া টোকেন থাকা সত্বেও চাল দেওয়া শেষ বলে চেয়ারম্যান চলে যেতে বলেন।

এদের মধ্যে ভুক্তভোগি কয়েকজন করিমগঞ্জ উপজেলা নির্বাহী র্কমর্কতার কাছে গেলে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভিডিও….

কিশোরগঞ্জ চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ চাউল আত্মসাতের অভিযোগ

কিশোরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ’র চাউল আত্মসাতের অভিযোগ

Gepostet von Barta Bazar am Freitag, 9. August 2019

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর