শার্শা উপজেলা কলেজে এইসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

যশোর শার্শা উপজেলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।বেলা ১০টায় কলেজ চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন কলেজের প্রিন্সিপাল হাসানুজ্জামান। বিদায়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বার বার নির্বাচিত শার্শা উপজেলার (ভাইস চেয়ারম্যান)ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান।

এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যসহ প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথীর বক্তব্য শেষে এইচএসসি বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।প্রধান অতিথী উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান বলেছেন,আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত।আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে।

দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে।তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।

যার সুফল দেশের কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে। পরিশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন ভালো ফলাফল করে কলেজের নাম উজ্জলতর করার আহ্বান জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর