টাঙ্গাইলে তিন ঘন্টা পর দক্ষিনবঙ্গের ট্রেন চলাচল শুরু

শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সেতুতে উঠার আগে ট্রেনের ছয় নম্বর বগির দুইটি চাকা লাইনচ্যুত হয় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে আছে ।তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার পরে দেশের পশ্চিম-দক্ষিনা লের সাথে এই পথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে । ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে উঠার আগ মুহুতে একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে দেশের দক্ষিন পশ্চিমা লের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে পুলিশের অফিসার্স ইনচার্জ(ওসি) হারুন মজুদার জানায় সেতুর পুর্বপাড়ে সুন্দরবন এক্সপ্রেসের শেষের দিকে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে ।এত করে আও কয়েকটি ট্রেন আটকা পড়েছে ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর