শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

বগুড়ার শেরপুরের মির্জাপুর-জামাইল সড়কের আড়ংশাইল এলাকায় গতকাল শুক্রবার বিকালে ট্র্রাকের চাপায় মোটর সাইকেল চালক সোহানুর রহমান সোহান (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছে।

জানা যায়, শেরপুর পৌর শহরের শান্তিনগর এলাকার মো. নুরন্নবীর ছেলে সোহানুর রহমান সোহান ও একই এলাকার সাইফুলের ছেলে সোহাগকে নিয়ে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে রানীর হাট নামকস্থানে বেড়াতে যাওয়ার পথে মির্জাপুর-জামাইল আ লিক সড়কের আড়ংশাইল এলাকায় পৌছালে তাদের মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পিছনে থাকা চলন্ত ট্রাকটি (বগুড়া-ঢ-১১-০২২৩) তাদের চাপা দেয়। এতে সোহানুর রহমান সোহান ঘটনাস্থলেই মারা যায়।

শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, মোটর সাইকেল নিয়ে রানীর হাট যাবার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত টাউনকলোনী এলাকার সাইফুল ইসলামের ছেলে সোহাগ (২০)কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শান্তিনগর এলাকায় বসবাসকারী যুবক সোহানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর