কাশ্মীর ইস্যুতে করাচিতে পাকিস্তানি নারীদের বিক্ষোভ

কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে ভারতের যেকোন অবৈধ পদক্ষেপের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

ভারত সরকার সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ করেন হাজারো নারী। তারা কাশ্মীর ইস্যুতে ভারতীয় পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। সঙ্কট সমাধনে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন প্রতিবাদকারীরা।

কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যকার চলমান চরম উত্তেজনার মধ্যেই, দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতোরেস। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থার মহাসচিবের মুখপাত্র।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব জম্মু-কাশ্মীর পরিস্থিতি গভীরভাকে পর্যবেক্ষণ করছেন। তিনি সর্বোচ্চ সহনশীল আচরণ দেখাতে উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্তাবাজার/এএম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর